নওগাঁর পত্নীতলায় ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতের নাগপুরে মুসলমানদের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ওলামা মাশায়েখ, ছাত্র ও তৌহিদি জনতার ব্যানারে নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। পরে মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে মুসলিম তৌহিদি জনতা।
এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মো. দেলোয়ার হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও থানা মসজিদের ইমাম ও খতিব
মুফতি আনোয়ার হোসেন, নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি মনিরুল ইসলাম জমিরী, সরদারপাড়া বাইপাস জামে মসজিদের খতিব মাওলানা মোকলেছুর রহমান, বাইপাস মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম, পলিপাড়া জামে মসজিদের ইমাম ক্বারী ফজলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পত্নীতলার ছাত্র প্রতিনিধি মারুফ মোস্তফা প্রমুখ।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলের সব পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। এর আগে মসজিদে নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়।
কেকে/এএস