সোমবার, ২১ এপ্রিল ২০২৫,
৮ বৈশাখ ১৪৩২
বাংলা English

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
শিরোনাম: বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি      পরিকল্পিত ও পরিবেশবান্ধব ঢাকা গড়তে সমন্বিত উদ্যোগ প্রয়োজন      বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও বিডার আশ্বাস      সাতক্ষীরায় দুধ কিনতে না পেরে মাত্র ২০ হাজার টাকায় সন্তান বিক্রি      খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন      ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা      হাতিরঝিলে অবৈধ পকেট গেট বন্ধের নির্দেশ রাজউক চেয়ারম্যানের      
গ্রামবাংলা
আওয়ামী লীগকে অনুপ্রবেশের সুযোগ দিলে ক্ষমা নেই: মোনায়েম মুন্না
মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৪:৫৯ পিএম  (ভিজিটর : ১১২)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগের যে সকল ক্যাডার বাহিনী এখনও নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি আমার দলের প্রতি কঠোর নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাউকে যদি অনুপ্রবেশের সুযোগ দেওয়া হয় এর কোনো ক্ষমা হবে না। কেউ ফ্যাসিস্টদের সহযোগিতা করলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা যুবদলের আয়োজনে ঈদুলফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিবন্ধী, অসহায় ও সামর্থ্যহীন ২ হাজার ৫শ পরিবারে ঈদ সামগ্রী পৌছে দেওয়া হয়। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব প্রমুখ।

পরে যুবদল সভাপতি মহানগর যুবদলের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।

জেলা যুবদলের অনুষ্ঠানে আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই। কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। কোনো অন্যায়কারী পার পাবে না। তারেক রহমান প্রতিটা ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। আমরা রাষ্ট্র ক্ষমতায় নেই, প্রশাসনে নেই। আমরা নির্বাচন কেন চাইছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে কেউ যখন ক্ষমতায় আসে তখন জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকে। তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ তিনটি ভুয়া নির্বাচন করেছে। বিনা ভোটে নির্বাচন করেছে, রাতের ও ডামি নির্বাচন করেছে। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা এ এলাকায় যে গুন্ডামি করেছে, বিএনপি ক্ষমতায় এলে এগুলো কেউ করতে পারবে না।

তিনি আরো বলেন, জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করা যাবে না। পুরাতন রাজনৈতিক ধারা থেকে আমাদের বের করে আনছেন তারেক রহমান। আমরা মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিতর্কিত এনসিপি নেতা গাজী সালাউদ্দিনকে অব্যাহতি
ফতুল্লায় মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের ৭ কর্মী আটক
ভালুকায় ভুয়া এনএসআই সদস্য আটক
শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি সোহেল রানা
যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের কারাদণ্ড

সর্বাধিক পঠিত

মতলব উত্তরে আ. লীগের কার্যালয় দখল, সংবাদ সম্মেলন করে সরে দাঁড়ালেন বিএনপি
কাউনিয়ায় আ. লীগ সাধারণ সম্পাদক হান্নান গ্রেফতার
ফুলবাড়ীতে বিশেষ অভিযানে আ.লীগের সভাপতিসহ গ্রেফতার ১০
যারা কর্ম ও অপকর্মের মধ্যে পার্থক্য জানে না তারা অথর্ব: মাসউদ
ত্রাণের চাল বিতরণ না করে গুদামজাত, সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close