নারায়ণগঞ্জ জেলা যুবদলের ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসে আয়োজনের অসঙ্গতি দেখে গাড়ি থেকে না নেমেই চলে গেলেন কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। পরে তার কাছে ক্ষমা চেয়ে অনুষ্ঠানস্থলে ফেরান আয়োজকরা।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে নগরীর মাসদাইর এলাকায় যুবদলের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল মোনায়েম মুন্না। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় সভাপতি চেয়েছিলেন তারেক রহমানের ঈদ উপহার যাতে প্রান্তিক জনগোষ্টি পায়। কিন্তু অনুষ্ঠানটি শহরের ভেতরে একটি স্কুলে আয়োজন করা হয়। শুধু তাই নয়, অনুষ্ঠানস্থলের আশেপাশে নেতাকর্মীদের ব্যানার দিয়ে মোড়ানো।
ক্ষুব্ধ সভাপতি নেতাকর্মীদের আরো জানান, যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের বিশেষ পোষাক পড়ে ওয়াকিটকি ব্যবহার করছিলেন। অনুষ্ঠানের এমন রাজকীয়ভাব দেখে তিনি জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ওপর ক্ষেপে যান।
পরে গাড়ি থেকে না নেমেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করে নারায়ণগঞ্জ ক্লাবে চলে আসেন। সেখান থেকে তার কাছে ক্ষমা চেয়ে তাকে অনুষ্ঠানে ফেরান নেতাকর্মীরা।
এ বিষয়ে মশিউর রহমান রনির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কেকে/এএম