ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা কালাই আন নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে কালাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে বিভিন্ন ইসলামী সংগঠন, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কালাই আহলে হাদিস মসজিদের ইমাম মাওলানা সেলিম রেজা।
সমাবেশে বক্তব্য রাখেন, পুর এমইউ ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মুফতি সাহেব আলী, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, জামায়াতের উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশীদ,পাঁচশিরা জামে মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী আনসারী, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মো. শহিদুল ইসলাম, হারুঞ্জা মাজার মসজিদের ইমাম আশরাফুল ইসলাম জিহাদী, কাজীপাড়া মসজিদের ইমাম ইমামুল হক, খানকা শরীফের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল আলীম, অধ্যক্ষ শাহজাহান আলী, সুপার মতিয়র রহমান।
সমাবেশের সভাপতির বক্তব্যে মাওলানা সেলিম রেজা বলেন, ইসরায়েলের বোমার আঘাতে প্রতিদিন গাজার নিরীহ মুসলমানদের রক্ত ঝরছে। ছোট ছোট শিশুদের হত্যা করা হচ্ছে, মসজিদ ও হাসপাতাল ধ্বংস করা হচ্ছে। অথচ বিশ্ব সম্প্রদায় চুপ করে বসে আছে! আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং মুসলিম উম্মাহকে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।
অধ্যক্ষ তাইফুর ইসলাম ফিতা বলেন, মানবাধিকারের কথা বলে যারা বিশ্বে শান্তির কথা প্রচার করে, আজ তাদের মুখে তালা লাগানো হয়েছে। আমরা কি শুধু দেখেই যাব? না, আমরা প্রতিরোধ গড়ে তুলব, অন্তত আমাদের কণ্ঠস্বর তো তুলতে পারি!
কেকে/ এমএস