গাজীপুর কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় স্বেচ্ছায় বনভূমি দখল ছেড়ে দিচ্ছে জবরদখলকারীরা।
আজ বুধবার (৬ নভেম্বর) অনেকে বনে নির্মিত টিনসেড ঘরবাড়ি ও দোকানপাট সরিয়ে নেন।
গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদের সঙ্গে স্থানীয় অধিবাসীদের মতবিনিময় সভায় ইউএনও’র কঠোর হুঁশিয়ারির পর জবরদখল ছেড়ে দিতে শুরু করে বন দখলকারীরা।
বিগত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের পর সিনাবহ এলাকায় ব্যাপকহারে বনভূমি দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে বন দখলকারীরা। ভাওয়াল বনখ্যাত গাজীপুরের বনাঞ্চল রক্ষায় বন বিভাগ ও যৌথ বাহিনীকে সাথে নিয়ে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীনের নির্দেশনায় উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ অফিসে দুষ্কৃতকারীরা ব্যাপক ভাঙচুর চালিয়ে গুলিসহ ১২টি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়৷ এর পর দফায় দফায় বনকর্মীরা বন দখলকারীদের হামলায় আক্রান্ত হয়ে কোণঠাসা হয়ে পড়ে। বনভূমি রক্ষার পাশাপাশি গাজীপুর জেলা প্রশাসকের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা প্রশাসন বন বিভাগকে সহযোগিতা করে আসছে৷
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, স্বেচ্ছায় বনভূমি ছেড়ে না দিলে বন উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
কেকে/এজে