ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আওয়ামী লীগের বিচারের আগে যারা তাদের পুনর্বাসন চায়, তাদের প্রতিহত করা হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনোভাবেই বিশেষ সুবিধা পাবে না।
শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টায় রাজধানীর ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, প্রয়োজনে আবার জুলাই বিপ্লব হবে, কিন্তু গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন এ দেশে হতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রক্রিয়া চলমান। যারা এর বিরোধিতা করবে, তারা নব্য আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের সহযোগী।
তিনি আরো বলেন, দেশের জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রস্তুত রয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ দিনের দুঃশাসন ও ফ্যাসিবাদী শাসনের অবসান না ঘটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—অ্যাডভোকেট মুস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতি নিজাম উদ্দিন, মুফতি আরমান হোসাইন, শরিফুল ইসলাম, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, আলহাজ্ব আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা হাজী সোলাইমান, ডা. জুবায়ের, মাসুম বিল্লাহ ও মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ।
কেকে/এএম