যীশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পর এবার বলিউডের খাতায় নাম লেখালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তবে কোনো সিনেমায় নয়, তাকে দেখা যাবে একটি হিন্দি মিউজিক ভিডিওতে।
টিপস মিউজিকের ব্যানারে কুমার তুরানি প্রযোজিত এই মিউজিক ভিডিওতে নুসরাত জাহান অভিনয় করেছেন। গায়ক পাপন গেয়েছেন ‘হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা’ গানটি, আর ভিডিওটি পরিচালনা করেছেন স্নেহা শেঠি কোহলি।
এই হিন্দি গানের সঙ্গে নারী কণ্ঠে থাকছে বাংলা গান ‘কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন, যা নতুন মাত্রা যোগ করবে গানটিতে।
সম্প্রতি উত্তর কলকাতার ঐতিহ্যবাহী লাহা বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং। চৈত্রের দাবদাহ উপেক্ষা করেই দুর্গাপূজার আবহ তৈরি করা হয়েছিল সেখানে। শাড়ি-গয়নায় বাঙালি লুকেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নুসরাত, যা দর্শকদের মন জয় করবে বলে আশা করা হচ্ছে।
এখন শুধু অপেক্ষা মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসার। নুসরাতের বলিউডের এই নতুন যাত্রা দর্শকদের কীভাবে গ্রহণ করবে, সেটাই দেখার বিষয়!
কেকে/এএম