রাজধানীর উত্তরার দক্ষিণ খান থানার দেওয়ানপাড়া এলাকায় ঐতিহ্যবাহী সংগঠন দেওয়ানপাড়া অগ্রগামী সংসদের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রায় এক হাজার মানুষ একসাথে ইফতার করেন।
শক্রবার (২১ মার্চ) দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান সেগুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম খান।
এ সময় মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সামাজিক সংগঠনগুলো মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে মিসাইলের মতো কাজ করে। যদি প্রতিটি মহল্লায় এমন সংগঠন গড়ে তোলা হয় এবং সঠিকভাবে পরিচালিত হয়, তাহলে সামাজিক অপরাধ নির্মূলে এটি নিরব বিপ্লবের মতো কাজ করবে।
মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, রাজনৈতিক সংগঠনের পাশাপাশি অরাজনৈতিক সামাজিক সংগঠন গড়ে তোলা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সংগঠনের কারণে যুবসমাজ খেলাধুলায় আগ্রহী হয় এবং সামাজিক অপরাধ কমে আসে।
নজরুল ইসলাম খান বলেন, আমি মুগ্ধ হয়েছি এ ধরনের আয়োজন দেখে। বর্তমান সময়ে সামাজিক সংগঠনগুলো যখন বিলুপ্তির পথে, তখন অগ্রগামী সংসদের এই আয়োজন বাংলাদেশের প্রতিটি পাড়া-মহল্লার জন্য উদাহরণ হতে পারে।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন—উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য মো. শরীফ হোসেন, দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সাত্তার বাবুল, মো. বিল্লাল হোসেন দুলাল, তাতী দলের সদস্যসচিব ওমর সানি।
এ ছাড়াও মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী এবং শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একসাথে প্রায় এক হাজার মুসল্লি ইফতার করেন।
কেকে/এএম