দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ও চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
শুক্রবার (২১ মার্চ) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর মুগদা থানার মানিকনগরের মডেল স্কুলে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষখ আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পূর্বের ন্যায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দেবে। ফ্যাসিবাদকে দেশে পুনর্বাসনের আভাস পাওয়া যাচ্ছে। এটা খুব খারাপ লক্ষণ। হাজার হাজার জনতা জীবনবাজি রেখে ফ্যাসিবাদকে দেশত্যাগে বাধ্য করেছে। জুলাই আগস্টের গণহত্যার বিচার করতে হবে। বিচারের আগে কোনো পুনর্বাসন নয়, এমনকি নির্বাচনেও যওয়ার সুযোগ নেই। এটা যত তাড়াতাড়ি করা যাবে ততই দেশের মঙ্গল হবে।
মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ইসলামী দলগুলো নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একক প্রার্থী দেয়ার চেষ্টা হচ্ছে। আগামীর বাংলায় সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজের ঠাঁই নাই।
আলোচনা ও ইফতার মাহফিলে ৭নং ওয়ার্ড সভাপতি হাজী মো. জজমিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ নেতা হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ শিকদার, মো. জানে আলম সোহেল।
কেকে/ এমএস