কিশোরগঞ্জের ইটনায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দু ক্ষুদিরাম(৪১) নামে এক যুবক, বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে আবদুল্লাহ আল খিজির।
শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পরে ইটনা উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুল হালিমের হাতে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
ইসলাম ধর্ম গ্রহণকারী আবদুল্লাহ আল খিজির উপজেলার সদর ইউনিয়নের বেতেগা গ্ৰামের হিমাংশু চন্দ্র সেনের ছেলে।
ইসলাম ধর্ম গ্রহণকারী আবদুল্লাহ আল খিজির জানান, আমি আল্লাহকে পাওয়ার জন্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।
আবদুল্লাহ আল খিজির পেশায় একজন নৌকা চালক। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করেন। আবদুল্লাহ আল খিজিরের পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
কেকে/এজে