ঢাকা জেলা যুবলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল খালেককে(৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের কাঠালতলী/চন্ডিপুর এলাকা হতে জেলা দক্ষিণ ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খালেক চন্ডিপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
সর্বশেষ জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট কেরানীগঞ্জের ঘাটারচরে ছাত্র জনতা ও আওয়ামী লীগের মুখামুখি সংঘর্ষের সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের পাশে তাকে দেখা গিয়েছিলো। তবে অদৃশ্য কারণে হত্যা মামলা থেকে বেঁচে যান নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির (ওসি) সাইদুর রহমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা আব্দুল খালেককে তার নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা রয়েছে। তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
কেকে/এজে