শনিবার, ২২ মার্চ ২০২৫,
৮ চৈত্র ১৪৩১
বাংলা English

শনিবার, ২২ মার্চ ২০২৫
শিরোনাম: আ. লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই আহতদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম      একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে       কিশোরগঞ্জে হিন্দু পরিবারের নির্যাতনের শিকার মুসলিম পরিবার       ৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগকে নিষিদ্ধের দাবি অভ্যুত্থানে আহতদের      কোনো কমেন্ট করবো না, আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল      বিএনপি-জামায়াতের মধ্যে সংঘাত বাড়ছে      ঢাকার প্রস্তাবে দ্বিধায় দিল্লি      
খোলাকাগজ স্পেশাল
বিএনপি-জামায়াতের মধ্যে সংঘাত বাড়ছে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:৩৪ এএম  (ভিজিটর : ৫০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনৈতিক লড়াই চালিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে স্থানীয় পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বাড়ছে। ঝিনাইদহের মহেশপুরে বিএনপির এক কর্মীকে সালিসে ডেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীদের বিরুদ্ধে।

 নিহত জাফর আলী স্থানীয় বিএনপির কর্মী ছিলেন। এ নিয়ে উপজেলা বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা চলছে। এ ছাড়া রাজশাহীর বাঘা উপজেলায় দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন চলাকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়, এতে উভয়পক্ষের পাঁচজন আহত হন। কুমিল্লার চৌদ্দগ্রামে ফেসবুকে পুরোনো একটি পোস্টে মন্তব্য করা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ বাঁধে। এতে ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। একইভাবে ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং অনেকে আহত হন। 

নাটোরের গুরুদাসপুরেও দলীয় কোন্দলের জেরে বিএনপি-জামায়াত সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এসব ঘটনার পর বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা পরস্পরকে দোষারোপ করছেন। তবে পুলিশের দাবি, বেশির ভাগ ক্ষেত্রেই বিষয়গুলো স্থানীয় বিরোধ থেকে সৃষ্টি হয়েছে, যদিও দুই দল এটিকে রাজনৈতিক রূপ দিচ্ছে।

সালিশে ডেকে বিএনপির কর্মীকে হত্যা : ঝিনাইদহের মহেশপুরে সালিশে ডেকে নিয়ে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জামায়াতের স্থানীয় কর্মী-সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান। নিহত জাফর আলী উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সামন্তা গ্রামের জীবননগরপাড়ার বাসিন্দা। মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, একটি গাছের মালিকানা নিয়ে জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত কর্মী আমির মোড়ল, সজীব হোসেন ও আব্বাস আলীর বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাফরকে বাড়ি থেকে ডেকে গ্রামের এক মোড়ে নিয়ে যান তারা। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে তিনি মারা যান। 

এ বিষয়ে মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন বলেন, ‘এটি একটি স্থানীয় বিষয়, কোনো রাজনৈতিক ব্যাপার জড়িত নেই। সেখানে সব দলের লোকজন ছিলেন। জামায়াতের কর্মীরা পিটিয়ে মেরেছেন, এটা ঠিক নয়।

রাজশাহীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ : রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়ন পরিষদের সামনে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহতের খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাউসা ইউনিয়ন পরিষদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিডিং কার্ড বাণিজ্যের প্রতিবাদে জামায়াতে ইসলামীর আয়োজনে মানববন্ধন চলছিল। এসময় বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী মিছিল নিয়ে সেখানে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে আব্দুর রহমান ও শামীম নামের দুইজন জামায়াত কর্মী বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ফেসবুকে মন্তব্যের জেরে সংঘর্ষ : চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পুরোনো একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত ব্যক্তিদের মধ্যে জামায়াতের পক্ষের লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ তারেক, আবু হানিফ, জাহিদ হোসেন, শাকিল হোসেন, সজীব হোসেন, নাছির উদ্দিন, একরামুল হক ও বিএনপির পক্ষের মোহাম্মদ সবুজ, নাহিদ হোসেন, রিসাদ মিয়া, মো. ইউনুছ মিয়া, সুমন মিয়া, আবুল কালাম ও আবুল কাশেমের নাম জানা গেছে।

আলকরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরিফ হোসেন বলেন, ২০২০ সালে জামায়াত-সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। তখন স্থানীয় লোকজন এ নিয়ে ফেসবুকে পোস্ট করেন। ১৩ মার্চ পুরোনো একটি পোস্টে যুবদলের কর্মী হৃদয় মন্তব্য করেন, ‘এ ঘটনায় তো এখনো ধর্ষণকারীর বিচার হয়নি।’ এর জেরে তারা হৃদয়কে মারধর করেন। ঘটনাটি মীমাংসার কথা বলে রাতে তাদের ডেকে নিয়ে হামলা করেছেন। এতে তাদের ১০ থেকে ১২ জন আহত হন। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা করেছেন এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেছেন।

বিএনপি-জামায়াত সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর : ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া হয়। গত রোববার সন্ধ্যায় উপজেলা সদরের বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে জামায়েত নেতা জাহাঙ্গীর মোল্যা বলেন, গত ২৯ অক্টোবর আমার একটি প্রোগ্রামে এলাকার লোক এলে আছাদ তাদের নিষেধ করেন। এরই মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতা দেখানোর জন্য আমার পক্ষের লোকজনের ওপর হামলা করে অন্তত ১০টি বাড়ি-ঘর ভাঙচুর করে।

অন্যদিকে বিএনপি নেতা আছাদ মাতুব্বর বলেন, জামায়েত নেতা জাহাঙ্গীর আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এলাকায় প্রভাব বিস্তারের জন্য ঝামেলা সৃষ্টি করছেন। আমি কোনো ঝামেলার পক্ষে না। ঘটনার সময় আমি ওখানে ছিলাম না। আমি তখন সালথা কলেজে ছাত্রদলের ইফতার মাহফিলে ছিলাম। পরে জানতে পারি বাগবাড়ী দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাওলানা হারুন মাতুববর ঢাল-কাতরা নিয়ে তুরাফ মৃধার ওপর হামলা চালান। এরপর সংঘর্ষ বাঁধে। 

ঝিনাইদহের জামায়াত ও বিএনপির সংঘর্ষ :  ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভৈরবা বাজারে বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে বাড়ি ফিরছিলেন নেতা-কর্মীরা। পথে শ্যামকুড় বাজার মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছালে তাদের সঙ্গে জামায়াত কর্মীদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শ্যামকুড় গ্রামের জামায়াত কর্মী আব্দুল মুন্না, আবুল কাসেম ও শ্যামপুর নিন্দাপাড়ার বিএনপির সমর্থক শরিফুল ইসলামসহ ৬ জন আহত হন। এদের মধ্যে তিনজনকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। 

দলীয় কোন্দলে বিএনপি-জামায়াত সংঘর্ষ : নাটোরের গুরুদাসপুরে দলীয় কোন্দলের জেরে বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার নাজিরপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতরা নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   জামায়াত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ডামুড্যায় জমে উঠেছে ঈদের কেনাকাটা
লক্ষ্মীপুরের হত্যা মামলার আসামি নিকু গ্রেফতার
আ. লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই আহতদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
আটঘরিয়ায় র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নওগাঁয় ১১৯ কেজি গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে ভিসা প্রতারক চক্রের চার সদস্য আটক
প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কর্নেল অলি আহমদ
ইস্টার্ন মেডিকেল হাসপাতালে ৫০ ভাগ ডিসকাউন্ট পাবে বুড়িচং-ব্রাহ্মণপাড়া শিক্ষার্থীরা
আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য চাই না: মেহেদী হাসান পলাশ
ইসলাম ধর্ম গ্রহণ করেন হিন্দু যুবক, নতুন নাম আবদুল্লাহ আল খিজির

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close