চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জলমহল ইজারা দিতে আওয়ামী রীতি-নীতি এখনো বহাল রেখেছে উপজেলা জলমহল ইজারা কমিটি। অন্য উপজেলার মৎস্যজীবি সমিতির কর্ম এলাকা বিবেচনা না করে পুকুর ইজারা দিতে গিয়ে শ্যাম রাখিনা কুল রাখি এমন গ্যাড়াকলে পড়েছে ইজারা কমিটি।
নাচোল উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি এখনো আওয়ামীলীগ আমলের নীতিমালা অনুসরণ করে আসছে। ভাংতে পারছেনা ফ্যাসিস্ট আওয়ামী আমলের নীতিমালা। কর্ম এলাকার শর্ত লংঘনের অভিযোগে শিবগঞ্জ উপজেলা জলমহল কমিটি পদ্মা আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ'র নামে দু'টি পুকুরের ইজারা বাতিলের অনুরোধ করে পত্রাদেশ দেন।
ওই সমিতির সভাপতি তোহরুল ইসলামের আবেদনসূত্রে জানাগেছে , নাচোল পৌর এলাকার রেলস্টেশনপাড়ার জনৈক মাসুম শিবগঞ্জ উপজেলার পদ্মা আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সম্পাদক এমনকি কোন সদস্যকে না জানিয়ে বিকল্প উপায়ে ওই সমিতির কাগজপত্র দিয়ে নাচোল উপজেলার পশ্চিম মির্জাপুর মৌজার হাল ৫৫৬ ও মোহাম্মদপুর মৌজার ৬৩৫ নং দগের দু'টি পুকুরের ৩ বছর মেয়াদে লীজ(ইজারা) নেয়। অথচ ওই সমিতির উপ-আইনের ৪ নং ধারায় কর্ম এলাকা শুধুমাত্র শিবগঞ্জ উপজেলার মধ্যেই সীমাবদ্ধ লিপিবদ্ধ আছে।
ওই সমিতির সভাপতি ও সম্পাদক শিবগঞ্জ উপজেলায় একটি পুকুরের ইজারা গ্রহণের জন্য সমিতির নামে সিডিউল দাখিল করেন। কিন্তু জলমহাল কমিটির বাছায়ের সময় একই সমিতির নামে নাচোল উপজেলায় ২টি পুকুর ইজারা দেওয়া হয়েছে এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ওই পুকুরটি বাতিল হয়ে যায়। বিষয়টি জানতে পেরে ওই সমিতির সভাপতি ও সম্পাদক নাচোল উপজেলা জলমহল কমিটির নিকট পদ্মা আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ'র কাগজপত্র জালিয়াতি করে সমিতির ভুল ঠিকানা ব্যবহার করে পুকুর ইজারা নেওয়ার অভিযোগে ওই লীজ বাতিলের আবেদন করেন।
এ নিয়ে নাচোলের প্রভাবশালী পুকুর সিন্ডিকেটের মধ্যে তোলপাড় শুরু হয়। সিন্ডিকেট সদস্যরা উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটিকে ম্যানেজ করতে মরিয়া হয়ে পড়ে।
উল্লেখ্য, পদ্মা আদর্শ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি তোহরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে তদন্ত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী গত ১৩/০৩/২০২৫ তারিখ স্বাক্ষরিত ০৫.৪৩.৭০৮৮.০০০.০৬..০০১.২৫/৩২৯ স্মারকপত্রে নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারকে ওই পুকুর দু'টির ইজারা বাতিলের অনুরোধ জানান। কিন্তু নাচোল উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি অবৈধ পুকুর সিন্ডিকেটের কৌশলে কালক্ষেপণ করছে বলে ওই সমিতির সভাপতি তোহরুল ইসলাম অভিযোগে জানান।
এ বিষয়ে নাচোল উপজেলা জলমহল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার জানান, বিষয়টি যেহেতু জটিল তাই শুনানী শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
কেকে/এআর