নোয়াখালীর সোনাপুর-ঢাকা (ভায়া লাকসাম) রুটে বাস ভাড়া অতিরিক্ত নেওয়ায় বাস মালিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী জজ কোর্টের এডভোকেট সামছুল ফারুক।
বুধবার (৬ নভেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইস্কান্দার কচি মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
এসময় সংবাদ সম্মেলনে তিনি বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী লাল সবুজ, হিমাচল ও একুশে পরিবহনে করে প্রতিদিন প্রায় ১০ হাজার যাত্রী আসা যাওয়া করে থাকে। বাস মালিকরা যাত্রীদের কাছে প্রতিদিন ৫০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছে৷ যা প্রতিদিনের অতিরিক্ত ভাড়ার পরিমান প্রায় ৫ লাখ টাকা। মাসে দেড় কোটি টাকা, বছরে ১৮ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বাস মালিকরা।
এডভোকেট সামছুল ফারুক আরো বলেন, এজন্য বাস মালিকদের বিরুদ্ধে আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আমি তাদেরকে নোটিশ পাওয়ার পর ৪৮ ঘন্টা সময় বেধে দিয়েছি। এর মধ্যে সমাধান না করলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
কেকে/এজে