লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদের নতুন ভবন নির্মাণের নামে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশের সদস্য দেলোয়ারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (২২ মার্চ) সকালে রায়পুর শহিদ ওসমান চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনটি করেন। মানববন্ধন শেষে দেলোয়ার ও তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে প্রশাসনের সহযোগিতা কামনা করে বক্তব্য দেন ভুক্তভোগী হেলালা উদ্দিন, মাহাদি হাসান আরিফ, মাইনউদ্দিন চিশতী, আবদুল আহাদ মামুন, বিল্লাল হোসেন ও সুমন হাওলাদার প্রমুখ। তারা অভিযোগ করেন, গ্রাম পুলিশ সদস্য দেলোয়ার তিন বছর আগে বিদেশি অনুদানে মসজিদের নতুন ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন মসজিদ থেকে প্রায় ১০ লাখ টাকা সংগ্রহ করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কোনো মসজিদে ভবন নির্মাণ হয়নি।
ভুক্তভোগীরা আরো জানান, টাকা ফেরত চাইলে দেলোয়ার বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখান। এ ঘটনায় প্রতারক দেলোয়ারের গ্রেফতার ও আত্মসাত করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান জানান, গ্রাম পুলিশ সদস্য দেলোয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে পৃথক পাঁচটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানববন্ধনের বিষয়ে তিনি অবগত নন, তবে খোঁজখবর নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে, তবে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা দ্রুত দেলোয়ারের গ্রেফতার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
কেকে/এআর