সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব আয়োজিত এই মাহফিলে দেশের রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্বরা অংশ নেন।
সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
উপজেলা বিএনপি আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, অ্যাডভোকেট (পিপি) হাসান মাহমুদ সাকিল, পৌর বিএনপি সদস্য সচিব, রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম ফরহাদ, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কবি ফারুক আল ফয়সাল, প্রতিষ্ঠাতা সদস্য মোশারফ হোসেন সুমন, প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সৈয়দ মো. শহিদুল ইসলাম, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. সেলিম মিয়া, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ পারবেজ, এনটিভর প্রতিনিধি নুর মো. সবুজ, দৈনিক দিনকালের প্রতিনিধি মাহবুবুল হাছান, দৈনিক বিজনেস বাংলাদেশের প্রতিনিধি ইয়াছিন শরিফ অনিক, দৈনিক বর্তমানের প্রতিনিধি এম এ রহমান, দৈনিক ঢাকার ঢাকের প্রতিনিধি বিপ্লব, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর শরিফ সোহাগ, পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিল্টন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ইসমাইল হোসেনসহ উপজেলা কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নোয়াখালীর উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জবাবদিহিতাহীন সরকারের কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই কেবল এই অবস্থার পরিবর্তন আনতে পারে।
অনুষ্ঠানে অতিথিরা সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং নোয়াখালীর সমস্যা ও সম্ভাবনা জাতীয় গণমাধ্যমে তুলে ধরতে এই সংগঠনের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইফতার শেষে আমন্ত্রিত অতিথিরা এক মনোজ্ঞ আড্ডায় অংশ নেন। তারা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও নোয়াখালীর উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্যরা সংগঠনকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং জাতীয় পর্যায়ে নোয়াখালীর প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মোহাম্মদ শহিদুল ইসলাম, ইফতার মাহফিলে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত থাকবে এবং নোয়াখালীর ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব বরাবরের মত কাজ করে যাবে। ইফতার মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয় বরং এটি এক মিলনমেলায় পরিণত হয়।
নোয়াখালীর উন্নয়ন, সাংবাদিকদের ভূমিকা এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে ভাবনার আদান-প্রদানের মধ্য দিয়ে আয়োজনটি হয়ে ওঠে আরও অর্থবহ।
কেকে/এজে