প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ৯:২৯ এএম (ভিজিটর : ১৯২)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২৯ মার্চ। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাকরিপ্রত্যাশীদের লিখিত পরীক্ষা হবে। বুধবার (৬ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।
গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়।
প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। এরপর মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ২ হাজার ৪৯৭ জন নির্বাচিত হয়েছেন।