ReVouge—“Wear to Care” স্লোগানে পরিচালিত একটি বিশেষ উদ্যোগ, যেখানে ফ্যাশনের মাধ্যমে মানবতার সেবা করা হয়।
এই ধারাবাহিকতায় উজ্জ্বলা ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে ২০ থেকে ২২ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যার মাধ্যমে ক্যানসার রোগীদের সহায়তা প্রদান করা হয়েছে।
ছবি : খোলা কাগজ
এই মহৎ উদ্যোগে অংশ নেন দেশের বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, যারা নিজেদের ব্যবহার করা মূল্যবান পোশাক প্রদর্শনীর জন্য দান করেন। তাদের মধ্যে ছিলেন—উপস্থাপক সামিয়া আফরিন, সৌন্দর্য বিশেষজ্ঞ আফরোজা পারভীন, অভিনেত্রী তানভীন সুইটি, গায়িকা আঁখি আলমগীর, গায়িকা কনা, মডেল পিয়া জান্নাতুল, অভিনেত্রী আফসান আরা বিন্দু, উপস্থাপক ইসমত চৈতি ও অভিনেত্রী দীপা খন্দকার।
প্রদর্শনীর মাধ্যমে সংগৃহীত অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। আয়োজকদের পক্ষ থেকে উজ্জ্বলা ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ও মূল উদ্যোক্তা সামিয়া আফরিন বলেন, জীবন থেমে থাকে না, লড়াই করলেই নতুন আশার আলো জ্বলে ওঠে। ক্যানসারের বিরুদ্ধে এই সংগ্রামে, প্রতিটি মানুষ, প্রতিটি সহযোগিতা এবং প্রত্যেকটি ভালোবাসার স্পর্শ—একটি নতুন ভোরের প্রতিশ্রুতি বয়ে আনে, আসুন, আমরা সবাই একসঙ্গে হয়ে জীবন ও আশার পাশে দাঁড়াই।
উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা পারভীন এই উদ্যোগে যুক্ত থাকতে পেরে গর্বিত অনুভব করেছেন এবং যারা সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই আয়োজন কেবল শুরু। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে ক্যানসার রোগীদের মানসিক ও আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রদর্শনীতে অংশ নেওয়া সকল গুণীজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।