লক্ষ্মীপুরের রায়পুরে গোষ্ঠীগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ মার্চ) ইফতারের পর উপজেলার হায়দরগঞ্জ বাজারের মাছের আড়তের সামনে এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। জানা গেছে, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
সংঘর্ষের সূত্রপাত হয় লিটন নামে এক যুবককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। এ নিয়ে লিটন হাওলাদারের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে রয়েছেন—যুবদলের ১নং চর আবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সিনিয়র সভাপতি আব্দুল আজিজ বলি, মাহফুজ, ফজলে রাব্বি, সৈকত হোসেন, লিটন হাওলাদার, হেল্লাল, মাহি, কাউছার, জয়নাল ও ইশাদ।
গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও চাঁদপুর চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া, হেল্লাল ও লিটন বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল আজিজ বলি জানান, তারা মাদকের বিরুদ্ধে একটি মিছিল বের করলে লিটন হাওলাদারের গ্রুপ তাদের ওপর হামলা চালায়।
অন্যদিকে লিটন হাওলাদার অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার ছেলেসহ মোট ছয়জনকে হামলার শিকার হতে হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠু বলেন, এটি দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবো। তবে এটি গোষ্ঠীগত আধিপত্যের বিষয়, বিএনপির সঙ্গে এই সংঘর্ষের কোনো সম্পর্ক নেই।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেকে/এএম