সাংবাদিকদের প্রবেশপদের জন্য ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের মতো নবম গ্রেডে করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে বলেছে কমিশন।
শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। কমিশনের প্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেন।
কামাল আহমেদ বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও শক্তিশালী সংবাদমাধ্যম নিশ্চিত করতে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা প্রয়োজন। এ লক্ষ্য বেতন-ভাতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে ওয়েজ বোর্ড (মজুরি বোর্ড) নিয়ে আবেগ আছে। এ ওয়েজ বোর্ড নিয়ে একটি মামলার কারণে তা ঝুলে আছে। এটি পুরোপুরি আদালতের বিষয় হওয়ায় মামলা কবে নিষ্পত্তি হবে তা অজানা। এর আগে ওয়েজ বোর্ড ঘোষণা হয়েছিল তা ১০ বছর হয়ে গেছে। এ কারণেই বিসিএস ক্যাডারদের এন্টি লেভেলের নবম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী সাংবাদিকদের এন্ট্রি লেভেলও দেওয়ার সুপারিশ করা হয়েছে।
ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেশি হওয়ায় কমিশন ঢাকার সাংবাদিকদের জন্য ‘ঢাকা-ভাতা’ চালুর সুপারিশ করা হয়েছে। ঢাকা ভাতার টাকার পরিমাণ কি হবে তা সরকার ও গণমাধ্যমের নীতিনির্ধারকরা নির্ধারণ করবেন।
কেকে/এজে