গত ১৩ দিনেও কোন খোঁজ পাওয়া যায়নি বগুড়ার বাদুড়তলার নিখোঁজ কলেজ ছাত্র মো. আহনাফ শাহরিয়ার নিয়াজের।
জানা যায়, নিয়াজ গত ৮ মার্চ শনিবার সকাল ১০ টায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি। নিখোঁজ নিয়াজের ব্যাগ ফোন কলম টাই ও ৫শত টাকা সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের রোহাদহ যমুনা নদীর ঘাটে পাওয়া যায়। একই দিন সন্ধ্যা পর্যন্ত তাকে একই স্থানে দেখা যায় বলে এলাকাবাসী জানিয়েছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানায় জিডি করা হয়েছে। যার নম্বর ৬৭২ তারিখ ০৮/০৩/২০২৫।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম জানান, নিখোঁজ ছাত্রের সন্ধান পেতে পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে। তার সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
কেকে/ এমএস