যশোরের কেশবপুর উপজেলা বিএনপির জরুরি সভায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেছেন, দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে হবে। কোন প্রকার শালিসি, টিসিবি কার্ড ও খাদ্য বান্ধব কার্যক্রমে কোন প্রকার সুপারিশ করা যাবে না। এ ধরনের কার্যক্রমে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ মার্চ) সকালে কেশবপুর উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল বারী রবু, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস।
বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সহসভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, যুগ্ম সম্পাদক আলমগীর কবির। সভায় কেশবপুর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
কেকে/এজে