ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে নবীনগর থানা পুলিশ।
শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার নারুই (ব্রাহ্মণহাতা) বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাইফুল ইসলাম উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়ন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে৷ সে জেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিভাগের উপ-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সদস্য পদে ছিলেন৷
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ‘রাজনৈতিক নিয়মিত মামলায় উপজেলার নারুই গ্রামের ফরিদ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হবে।
কেকে/ এমএস