সৈয়দ ইমরান টেকনিক্যাল ইন্সটিটিউটের উদ্যোগে পবিত্র রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২১ মার্চ) ফাতেহাবাদ-হাটহাজারী সড়কের (চট্টগ্রাম) কর্পোরেট অফিস থেকে উপহার সামগ্রী বিতরণ করেন সৈয়দ এমরান প্রাইভেট লিমিটেডের পরিচালক (মিডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) জহুরুল ইসলাম টুকু। কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইমরান এবং পরিচালক জান্নাতুন নাঈম এ সময় উপস্থিত ছিলেন।
কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইমরান বলেন, আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি, আর সে জন্যই আমরা অচিরেই আমাদের টেকনিক্যাল ইন্সটিটিউটের কার্যক্রম শুরু করবো। এর ফলে কারিগরি প্রশিক্ষণ নিয়ে দক্ষ শ্রমিকরা দেশে-বিদেশে কাজ করে নিজের এবং তাদের পরিবারের স্বচ্ছলতা নিশ্চিত করতে পারবে।
পরিচালক জহুরুল ইসলাম টুকু বলেন, আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের টানাপোড়ন সাধারণত সবার কাছে বলতে পারিনা, পরিবার পরিজন নিয়ে সময় এবং পরিস্থিতি মোকাবিলা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, এরকম পরিস্থিতিতে যৎসামান্য কিছু উপহার মানবতার একটি চমৎকার দৃষ্টান্ত হতে পারে। এ ব্যাপারে সমাজের বিত্তবান মানুষেরা যদি এগিয়ে আসেন তাহলে ভুক্তভোগীরা অনেকটা উপকৃত হবেন বলে আমার বিশ্বাস ।
কেকে/এজে