জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইব্রাহীম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ মার্চ) বিকালে তিনি ১০ তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান। এ সময় গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহীমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। কয়েক দিনের মধ্যেই ঈদের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল তার। তবে তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং শিগগিরই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠান এম.কে.টি.এন.এইচ.ই.জি.বি-র কর্মকর্তাদেরও পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ভবন নির্মাণের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করা হয় না। মো. আবু তাহের নামে এক শিক্ষার্থী বলেন, শ্রমিকেরা ঝুঁকি নিয়ে কাজ করেন, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা থাকে না। কর্তৃপক্ষের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত।
কেকে/এএম