জয়পুরহাটে কালাই উপজেলার পুনট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে পুনট উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আনিছুর রহমান সরকার। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ফকির প্রমুখ।
এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীরা এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
কেকে/এজে