শরীয়তপুরের জাজিরায় বাসের ধাক্কায় মো. শাকিল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে জাজিরার গনিড় মোড় এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুর সুপার সার্ভিস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিল মিয়া উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর এলাকার আমির মোল্লিকের কান্দির বাসিন্দা আবু আলেম মিয়ার ছেলে।
পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জোহরের নামাজের পর ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে জাজিরার টিএন্ডটি মোড় এলাকা হতে মোটরসাইকেল যোগে নাওডোবা যাওয়ার পথে গনির মোড় এলাকায় পৌছালে শরীয়তপুর সুপার সার্ভিসের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাসটিকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
কেকে/এএম