রবিবার, ২৩ মার্চ ২০২৫,
৯ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ মার্চ ২০২৫
শিরোনাম: স্বাস্থ্যের সাবেক গাড়িচালকের ১৩ বছরের কারাদণ্ড      আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ      সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসউদ      ফ্যাসিস্টদের টার্গেট তারেক       কেরানীগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা      সাংবাদিকদের ন্যূনতম বেতনে বিসিএস নবম গ্রেড করার সুপারিশ      যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন: হাসনাত      
গ্রামবাংলা
ভিজিএফের স্লিপ না দেওয়ায় ইউপি সদস্যের দুই ছেলেকে মারধরের অভিযোগ
সুজন মাহমুদ, রাজীবপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৯:৩৯ পিএম  (ভিজিটর : ৯০)

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহাব উদ্দিনের দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন—রাজীবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) ও সাইদুর রহমান।

শনিবার (২২ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

ইউপি সদস্য মো. শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, মফিজ আর্মি ও সাইদুর আমার কাছে ২০০টি ভিজিএফ স্লিপ দাবি করে। আমি দিতে অস্বীকৃতি জানালে তারা আরো ১৫-২০ জন লোকসহ এসে আমার বড় ছেলে মো. ফুল মিয়া ও ছোট ছেলে শাকিল আহমেদকে মারধর করে। পরে উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে।

পরবর্তীতে চেয়ারম্যানের কার্যালয়ে সালিশ বসলে সেখানেও উত্তেজিত হয়ে তারা আমার দুই ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরো অভিযোগ করেন, এই ঘটনার মধ্যে তারা পরিষদ থেকে ৩০ বস্তা চাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য শাহাব উদ্দিনের বড় ছেলে ফুল মিয়া বলেন, আমার বাবার কাছে মফিজ আর্মি ও সাইদুর ২০০টি ভিজিএফের স্লিপ চায়। স্লিপ না দেওয়ায় আমাদের ওপর হামলা চালানো হয়। আমার মাথা ও বুকে আঘাত করা হয়েছে, আমি গুরুতর আহত।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রাজীবপুর সদর ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি মফিজুল হক (মফিজ আর্মি) বলেন, শাহাব উদ্দিন মেম্বার চাল লুটপাট করে নিয়ে যাচ্ছিলেন। ইউনিয়ন পরিষদের সচিব কিছু চাল জব্দ করেন। আমরা এটি নিয়ে প্রশ্ন করতেই মেম্বার দৌড়ে এসে সাইদুরের কলার ধরে মারধর করেন। আর ২০০টি স্লিপ আমরা কেন চাইব? আমাদের কোনো কিছুর অভাব আছে নাকি!

আমরা শুধু জানতে চেয়েছিলাম, গরিব মানুষদের না দিয়ে কেন তোমরা এভাবে চাল নিয়ে যাচ্ছ? এরপরই তিনি আমাদের ওপর চড়াও হন এবং সাইদুরকে মারধর করেন।

সাইদুর মুঠোফোনে জানান, সন্ধ্যার পর সাক্ষাত এ কথা হবে।

রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, ৩নং ওয়ার্ড সাবেক উপজেলা চেয়াম্যান ও সাবেক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির এলাকা। ওই ওয়ার্ডের মেম্বার চাল বিতরণ করার সময় একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। ছাত্রলীগ, আওয়ামী লীগের উসকানিতে ওই ঘটনা ঘটছে।

অনিয়ম প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরো বলেন, ওই মেম্বারের তালিকা অনুয়ায়ী চাল বিতরণ করতেছেন। অনিয়ম হয়েছে কি না বিতরণ শেষ হলে তা জানা যাবে।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাগরে নিখোঁজ বিজিবি সদস্যের মৃতদেহ উদ্ধার
মনোহরগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউনূস-মোদির বৈঠক নিয়ে এখনো দিল্লির উত্তর পায়নি ঢাকা
নারায়ণগঞ্জে সেহরির রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ ৩
মাগুরায় আ.লীগ নিষিদ্ধের মিছিলের সামনে হঠাৎ জয় বাংলা স্লোগান

সর্বাধিক পঠিত

মাগুরায় আ.লীগ নিষিদ্ধের মিছিলের সামনে হঠাৎ জয় বাংলা স্লোগান
সুন্দরগঞ্জে অসহায়দের মাঝে ইফতারসামগ্রী বিতরণ
গাজীপুরে নারীকে বাসে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ৩
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ
‘রূপান্তর’ সাময়িকীর মোড়ক উন্মোচন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close