সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহানুভবতার কারণে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পেরেছে এটা সত্য। কিন্তু আওয়ামী লীগ বিগত ১৭ বছর বিএনপির ওপর নির্যাতন চালিয়েছে। বর্তমান সময়েও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করেন। অনুষ্ঠানে ইউট্যাব রাবি শাখার সভাপতি মামনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কেকে/এএম