রবিবার, ২৩ মার্চ ২০২৫,
৯ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ২৩ মার্চ ২০২৫
শিরোনাম: গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আ.লীগের ফেরার সুযোগ নেই      ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা      সেনাবাহিনী জুলাই বিপ্লবে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান      ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর      স্বাস্থ্যের সাবেক গাড়িচালকের ১৩ বছরের কারাদণ্ড      আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ      সারজিস বা হাসনাত একজন মিথ্যা বলছে: হান্নান মাসউদ      
গ্রামবাংলা
টেকনাফে বিজিবি সদস্য নিখোঁজ, চার রোহিঙ্গা’র মরদেহ উদ্ধার
মো. নেজাম উদ্দিন, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:২৩ পিএম  (ভিজিটর : ১১৫)
নিখোঁজ বিজিবি সদস্য বিল্লাল হোসেন। ছবি: প্রতিনিধি

নিখোঁজ বিজিবি সদস্য বিল্লাল হোসেন। ছবি: প্রতিনিধি

মিয়ানমার থেকে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফ সমুদ্রে নৌকাডুবিতে এক শিশুসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বিজিবি সদস্য শাহপরীর দ্বীপ বিওপির অধীনে কর্মরত বিল্লাল হোসেন ( সিপাহি) বলে জানা গেছে।

শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৭টা পর্যন্ত টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিম উপকূল এলাকা থেকে ভেসে আসা রোহিঙ্গাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে এক শিশু এবং তিনজন নারী।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতের মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই একটি নৌকা টেকনাফে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিনের মালিকানাধীন মাছ ধরার নৌকায় শাকের মাঝির নেতৃত্বে মাঝিমাল্লারা রোহিঙ্গা বহনকারী নৌকাটি থামানোর সংকেত দেন সমুদ্রে। পরে ওই নৌকাতে ওঠেন বিজিবি সদস্য।

এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে স্থানীয় জেলে ও বিজিবি। পরে নিখোঁজ বিজিবির সদস্যসহ রোহিঙ্গাদের সন্ধানে সাগরে তল্লাশি চালানো হয়। ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিল বলে জানিয়েছেন উদ্ধার রোহিঙ্গারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘নৌকাডুবির ঘটনায় চার রোহিঙ্গার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির সদস্যসহ আরো বেশ কিছু রোহিঙ্গা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ‘সমুদ্রপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় রোহিঙ্গাদের একটি নৌকা ডুবে যায়। নৌকার তলা ফেটে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সহায়তায় উদ্ধার অভিযানে যান এবং শিশুসহ ২৫ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার অভিযানে যাওয়া একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন বলে জানান তিনি। 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  টেকনাফ   বিজিবি   নিখোঁজ   রোহিঙ্গা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতাকে হত্যার চেষ্টা, গ্রেফতার ২
লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
‘রাজনীতিতে সেনাবাহিনীর সম্পৃক্ততা কারো জন্যই কল্যাণকর হবে না’
কিশোরগঞ্জে বিএডিসির উপ-পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
পল্লী চিকিৎসক হত‌্যার দায়ে জাসদ নেতাসহ ৯ জ‌নের যাবজ্জীবন

সর্বাধিক পঠিত

মাগুরায় আ.লীগ নিষিদ্ধের মিছিলের সামনে হঠাৎ জয় বাংলা স্লোগান
সুন্দরগঞ্জে অসহায়দের মাঝে ইফতারসামগ্রী বিতরণ
গাইবান্ধায় সহকারী শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডের দাবিতে স্মারকলিপি প্রদান
‘রূপান্তর’ সাময়িকীর মোড়ক উন্মোচন
নাটক ও চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য বন্ধের আহ্বান জানিয়ে মানস’র চিঠি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close