গাইবান্ধার সুন্দরগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন 'হৃদয়ে ধোপাডাঙ্গা'।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে অর্ধশতাধিক মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা হাশেমুজ্জামান সরকার, পরিচালক শোয়াইব বিন শাহজাহান সাগর, সহকারী পরিচালক শহিদুল ইসলাম সুজন, শাহজালাল ইসলাম শাওনসহ অন্য সদস্যরা।
ইফতারসামগ্রী পেয়ে বৃদ্ধা মরিয়ম বেগম (৬০) বলেন, রমজানে বাজার করা কষ্টকর। আল্লাহ এদের মঙ্গল করুন, অন্তত কয়েকদিনের ইফতার নিয়ে আর দুশ্চিন্তা করতে হলো না।
দিনমজুর মজিবর রহমান (৫০) বলেন, সারা দিন কাজ করি, কিন্তু ঠিকমতো ইফতার জোটে না। এই সহযোগিতাটা আমাদের জন্য অনেক বড়। আল্লাহ ওদের উত্তম প্রতিদান দিন।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। রমজানের পবিত্রতা ও মহিমায় অনুপ্রাণিত হয়ে তারা এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।
কেকে/এএস