অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মানহানিকর ছবি শেয়ার এবং সরকারবিরোধী পোস্ট দেওয়ায় রংপুরের পীরগাছায় কৃষক লীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে অপারেশন ডেভিল হান্টের অভিযানে উপজেলার দেউতি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই নেতার নাম জামিউল ইসলাম মুকুল। তিনি উপজেলার পারুল ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, জামিউল ইসলাম মুকুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন সময় সরকারবিরোধী পোস্ট দিতেন। শনিবার বিকালে গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে দেউতি বাজার থেকে গ্রেফতার করা হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, সরকারবিরোধী অপতৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে। নেতাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/এএস