জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. মাহিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. গোলাম রাব্বানী দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে মো. মেহেদী হাসান, পিপলু মজুমদার ও আব্দুল কাইয়ুম মনোনীত হয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. নাজিম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাজিদ রহমান ইরাম, নাইমুল রহমান ও মজিবুর রহমান সরকার নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইকবাল মাহমুদ।
এ ছাড়া দফতর সম্পাদক হিসেবে তারিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাহিম হোসেন, ক্রীড়া সম্পাদক আরফান রহমান শাহাদাত, অর্থ সম্পাদক মো. ওসমান গাজী এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে রিমা আক্তার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আমরা একতা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করব। নবীন শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার গাইডলাইন, স্বাস্থ্যসেবা, সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা বিশ্বাস করি, সবার ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আমাদের যাত্রা সফল হবে, ইনশাল্লাহ।
সংগঠনের সভাপতি মো. মাহিদ হোসেন বলেন, চাঁদপুরের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এই কমিটি গঠিত হয়েছে। আমরা শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং উন্নয়নে আরো কার্যকর ও সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করব। জেলা এবং ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের প্রশাসনিক, আইনি, আর্থিক ও মানসিক সহায়তা প্রদানে আমাদের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেকে/এএম