গাজীপুরের পূবাইলে লরি ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন যাত্রী আহত হয়েছেন। আহতদের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ।
রোববার (২৩ মার্চ) সকাল ১০টায় পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ সড়কের মাজু খান পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-অটোরিকশাচালক হানিফ মিয়া (৩৫) তার বাড়ি ৩৯নং ওয়ার্ডের হায়দারাবাদ এলাকায় ও যাত্রী সাব্বির আলম(২৭) তার বাড়ি ৪০নং ওয়ার্ডের মাজু খান দক্ষিণপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পূবাইল থানার এসআই রফিকুল জানান, টঙ্গী থেকে যাত্রী নিয়ে মিরের বাজারের দিকে আসছিলেন দুর্ঘটনাকবলিত ওই অটোরিকশাটি। মাজুখান পশ্চিমপাড়া এলাকায় পোঁছালে লরি ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ একজন যাত্রী নিহত হন।
এ ঘটনায় আরো দুজন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেছেন। লরি ও ইজিবাইক সড়কের পাশে দুমড়েমুচড়ে পড়ে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএস