প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নবম গ্রেডে উন্নীতকরণের দাবিতে গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকালে গাইবান্ধায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহম্মদের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদটি ১৯৯৪ সাল থেকে দশম গ্রেডে রয়েছে। দীর্ঘ ৩০ বছরেও এই গ্রেড উন্নীত না হওয়ায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবিলম্বে দশম থেকে নবম গ্রেডে উন্নীত করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, যৌক্তিক দাবি পূরণ না হলে ঈদের পর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ফিরোজ কবির আকন্দ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সহকারী শিক্ষা অফিসার এটিএম সারোয়ার আলম সরকার, মো. শহিদুল্লাহ, মামুনুর রশিদ, খাইরুল ইসলাম, মোশাররফ হোসেন, নিলুফা বেগম, ফেরদৌসি বেগম, তাহেরা নাজনীন, চয়নিকা, এশরাত জাহান নিতু প্রমুখ।
কেকে/এএস