মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫,
১১ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
শিরোনাম: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা      তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা      ঢাকায় আনা হবে তামিমকে, অবস্থার উন্নতি      ‘আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, বৃথা যেতে দেব না’      স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা      প্রধান উপদেষ্টা স্বাধীনতা পুরস্কার দেবেন আজ      মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম      
আইন-আদালত
স্বাস্থ্যের সাবেক গাড়িচালকের ১৩ বছরের কারাদণ্ড
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৫:২৮ পিএম  (ভিজিটর : ৪৯)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে স্বাস্থ্য অধিদফতরের আলোচিত সাবেক গাড়িচালক আব্দুল মালেককে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৩ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের দায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড এবং তথ্য গোপনের দায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি উভয়ক্ষেত্রে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় মালেককে সর্বোচ্চ ১০ বছরের সাজা ভোগ করতে হবে বলে জানান দুদকের প্রসিকিউটর আসাদুজ্জামান রানা।

এছাড়া মালেকের অবৈধভাবে অর্জিত এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার আগে সকালে মালেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল মালেক এবং তার স্ত্রী নার্গিস বেগমের আরেক মামলায় রায় প্রস্তুত না হওয়ায় সেটি পিছিয়ে আগামী ১৬ এপ্রিল ধার্য করা হয়েছে।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি আব্দুল মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলা দায়ের করেন।

একই দিন ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের কারণে মালেকের বিরুদ্ধে আরেকটি মামলা করেন নজরুল ইসলাম।

মামলা দুটি তদন্ত করে একই বছরের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ১১ মে মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এর আগে ২০২১ সালের ২০ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় আব্দুল মালেককে দুই ধারায় ৩০ বছরের কারাদণ্ড দেন আদালত।

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্যের সাবেক গাড়িচালক   ১৩ বছরের কারাদণ্ড  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ
চাঁদা দিতে রাজি না হওয়ায় চিকিৎসককে প্রাণনাশের হুমকি
কালীগঞ্জে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা

সর্বাধিক পঠিত

গজারিয়ায় বিএনপি নেতার আপত্তিকর অডিও রেকর্ড ভাইরাল
লোহাগাড়ায় ঘাতকের হাতে পল্লী ডাক্তার খুন
ফুলবাড়ীতে অজ্ঞাত লাশের সন্ধান
জামালপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ
মাদক মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন, অপর ভাই খালাস

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close