মাগুরায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সামনে হঠাৎ জয় বাংলা স্লোগান দেওয়ায় আটক হয়েছেন এক যুবক।
রোববার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে মাগুরা সরকারি শহিদ হোসেন সোহরাওয়ার্দী কলেজের সামনে বিক্ষোভ মিছিল বের হলে মোটরসাইকেল যোগে ইউসুফ আলী নামে এক যুবক এসে সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়।
এ সময় ছাত্ররা ওই যুবককে ধরে ফেলে ও ইউসুফের ব্যবহৃত মোটরসাইকেলটি সরকারি কলেজ গেটে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবককে আটক করে। আটককৃত ইউসুফ আলী (২০) সদরের জুইতারা গ্রামের আহমদ আলীর ছেলে।এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক মো. রকিবুল ইসলাম রাকিব, মো. হোসাইন আহমেদসহ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যাকে রাজনৈতিকভাবে সাধারণ মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে।
যার দলীয় প্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাত্র-জনতা কখনোই তা মেনে নেবে না। আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো পথ নেই। আপনারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করেন এর পরিণতি খারাপ হবে।
কেকে/এএস