মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫,
১১ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
শিরোনাম: সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা      তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা      ঢাকায় আনা হবে তামিমকে, অবস্থার উন্নতি      ‘আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, বৃথা যেতে দেব না’      স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা      প্রধান উপদেষ্টা স্বাধীনতা পুরস্কার দেবেন আজ      মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন তামিম      
গ্রামবাংলা
নারায়ণগঞ্জে সেহরির রান্না করতে গিয়ে আগুনে দগ্ধ ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৫:৩৭ পিএম আপডেট: ২৩.০৩.২০২৫ ৬:০৫ পিএম  (ভিজিটর : ৩৩)
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেহরির রান্না করার সময় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। 

রোববার (২৩ মার্চ) ভোরে ফতুল্লার তল্লা বড় মসজিদ এলাকার মাসু আক্তারের ভাড়াটিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। দগ্ধরা হলেন-হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মিম (১৭)। 

দগ্ধদের প্রতিবেশী নুপুর জানান, ভোরে সেহরির রান্না করতে রুনা আক্তার রান্না ঘরে প্রবেশ করে চুলা জ্বালাতে গেলে সাথে সাথে তার শরীরে আগুন লেগে যায়। এসময় সে শরীরে আগুন নিয়ে রান্না ঘর থেকে বের হলে তার স্বামী ও মেয়ে আগুন নেভাতে গেলে তারাও দগ্ধ হয়। পরে পানি ঢেলে রুনার শরীরের আগুন নেভানো হয় এবং দ্রুত ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়।

নুপুর আরো জানান, বাড়িটিতে ছয়টি ঘর রয়েছে। এই ছয়টি ঘরের জন্য আলাদা একটি রান্না ঘর। রান্না ঘরটিতে দরজা এবং জানালা লাগানো ছিলো। সম্ভবত চুলা ঠিক মতো বন্ধ করা হয়নি অথবা সিলিন্ডারের লাইনের লিকেজ থেকে গ্যাস জমে ছিলো। যার কারণে আগুন জ্বালানোর সাথে সাথে রুনার শরীরে আগুন ধরে যায়।

এ বিষয়ে ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, সিলিন্ডারের লাইন অথবা চুলা ঠিক মতো হয়তো বন্ধ না করার কারণে রুমে গ্যাস জমে ছিলো। এসময় রুনা নামে এক নারী রান্নাঘরের চুলা জ্বালাতে গেলে আগুনে দগ্ধ হয়। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামী ও মেয়েও দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সকালের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হারুন অর রশিদের শরীরের ১ শতাংশ, রুনা আক্তার এর শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে।

এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   সেহরি   আগুনে দগ্ধ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চাঁদা দিতে রাজি না হওয়ায় চিকিৎসককে প্রাণনাশের হুমকি
কালীগঞ্জে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা
ট্রেন থেকে নামিয়ে মানুষকে হত্যা করা হয়

সর্বাধিক পঠিত

গজারিয়ায় বিএনপি নেতার আপত্তিকর অডিও রেকর্ড ভাইরাল
লোহাগাড়ায় ঘাতকের হাতে পল্লী ডাক্তার খুন
ফুলবাড়ীতে অজ্ঞাত লাশের সন্ধান
জামালপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ
মাদক মামলায় এক ভাইয়ের যাবজ্জীবন, অপর ভাই খালাস

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close