সাংবাদিক ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) উপজেলার নাথেরপেটুয়া জামিয়া ইসলামীয়া শামছুল উলুম মাদ্রাসার মাঠে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির মানিকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল বাকী মিলনের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল পূর্ব বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সহসভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী মাসউদ আলম, সাংবাদিক মো. ফিরোজ আলমসহ ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন দৈনিক জনতার প্রতিনিধি মুরশিদুর রহমান সোহেল, কুমিল্লার কণ্ঠের প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দৈনিক আজকের জীবন ও শিরোনাম প্রতিনিধি মো. আলমগীর হোসেন, দৈনিক আমার সংবাদ সাইফুল ইসলাম শিমুল, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক আজকের জীবনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান।
এছাড়া আরো বক্তব্য রাখেন, দৈনিক আজকের বসুন্ধরার প্রতিনিধি মাসুদ আলম, স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি কুদরত উল্লাহ, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি এইচএম খবির দুলাল, আমাদের অধিকারের প্রতিনিধি মাওলানা মাহবুবুল আলম, দৈনিক মুক্তখবরের প্রতিনিধি মো. সাকিব, দৈনিক আনন্দবাজারের প্রতিনিধি এসএম শাহাদাত হোসাইন, জয়টিভির প্রতিনিধি সৌরভ হোসেন, সাপ্তাহিক দুর্নীতির সন্ধানের প্রতিনিধি আবুল কালাম, সাপ্তাহিক আলোর দিশারীর প্রতিনিধি মো. মমিন উল্যাহসহ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি আবুল কালাম আজাদের অসুস্থ স্ত্রী, সন্তানের জন্য এবং দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি নজরুল ইসলাম।
বক্তারা বলেন, মনোহরগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারের ইফতার মাহফিল ছিল ব্যতিক্রমী, যেখানে ইফতার অংশগ্রহণ করেছে শতাধিক এতিম ও গরির ছাত্র। আগামীদিনে যেকোনো ভালো কাজে মনোহরগঞ্জ প্রেসক্লাব সাধারণ মানুষের পাশে থাকবে বলেও আশাবাদ তাদের।
মনোহরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির মানিক তার বক্তব্যে ইফতার মাহফিল আয়োজনে সহযোগিতা করায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কেকে/এএস