জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিট ( লাইফ ও আর্থ সায়েন্স অনুষদ), ‘বি’ ইউনিট (কলা ও আইন অনুষদ) ‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘ডি’ ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদ (শাখা পরিবর্তন) ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’-ইউনিট এর স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট www.admission.jnu.ac.bd তে লগইন করে স্ব-স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে। আগামী ৮ এপ্রিল হতে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীগণ www.admission.jnu.ac.bd তে লগইন করে বিষয় পছন্দ দিতে পারবে।
‘এ’ ইউনিটের মোট আসন সংখ্যা ৮৬০ টি। তিনটি শিফট ভিত্তিক আসন বন্টন করা হয়েছে শুধু মাত্র বিজ্ঞান বিভাগের জন্য যথাক্রমে প্রথম শিফটে ২৮৪ টি, দ্বিতীয় শিফটে ২৮৭ টি ও তৃতীয় শিফটে ২৮৯ টি।
‘বি’ ইউনিটের তিন শিফটে মোট আসন সংখ্যা ৭৮৫ টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪ টি। যার মধ্যে মানবিক ২১৬, বাণিজ্য ৩৭ এবং বিজ্ঞান বিভাগের জন্য ৪১টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯২ টি। যার মধ্যে মানবিক ২১৮, বাণিজ্য ৩৫ ও বিজ্ঞান বিভাগের জন্য ৩৯ টি আসন। তৃতীয় শিফটে মোট আসন ১৯৯ টি। যার মধ্যে মানবিক ১২৪, বাণিজ্য ১০ ও বিজ্ঞান বিভাগের জন্য ৬৫ টি আসন।
‘সি’ ইউনিটের দুই শিফটে মোট আসন সংখ্যা ৫২০ টি। প্রথম শিফটে মোট আসন ২৩০ টি। যার মধ্যে শুধু বাণিজ্য বিভাগে ২৩০ টি। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯০ টি। যার মধ্যে বাণিজ্য ২৩০, মানবিক ১৬ ও বিজ্ঞান বিভাগের জন্য ৪৪ টি আসন।
‘ডি’ ইউনিটের দুইটি শিফটে মোট আসন সংখ্যা ৫৯০ টি। প্রথম শিফটে মোট আসন ২৯৪ টি। যার মধ্যে মানবিক ১৯২, বাণিজ্য ৩৩ ও বিজ্ঞান বিভাগের জন্য ৬৯। দ্বিতীয় শিফটে মোট আসন ২৯৬ টি। যার মধ্যে মানবিক ১৯৩, বাণিজ্য ৩২ ও বিজ্ঞান বিভাগের জন্য ৭১টি আসন।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট, ২২ ফেব্রুয়ারী 'এ' ইউনিট, ১৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেকে/ এমএস