লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলামকে(৬০) কুপিয়ে হত্যার চেষ্টায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) সকালে হামলাকারীদের দুইজনকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।
আহত বিএনপি নেতা শহিদুল ইসলাম উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি ভোটমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকার আশরাফ আলীর ছেলে হামিদুল ইসলাম শিশু(৩৫) ও একই এলাকার লেবু মিয়ার ছেলে ছাইয়াকুল ইসলাম(৩৩)।
মামলার এজাহারে প্রকাশ, বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকায় আওয়ামী পরিবারের বিবাদিদের সাথে বিরোধ তৈরি হয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলামের। পলাতক আওয়ামী লীগ নিয়ে শহিদুলের ছেলে মাহাইমুনুল ইসলাম বিরুপ মন্তব্য ও গালমন্দ করায় আওয়ামী সমর্থক বিবাদিরা ক্ষিপ্ত হয়ে গত ১৭ মার্চ তার ছেলে মাহাইমিনুল ইসলামকে মারপিট করে। এ বিষয়ে বিচার চেয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠেন।
এজহারে আরো বলা হয়, গত শনিবার সন্ধ্যায় স্থানীয় ভুল্লারহাট বাজারে আসলে বিবাদিরা দেশি অস্ত্রসহ দলবদ্ধ হয়ে বিএনপি নেতা শহিদুলকে আটক করে বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে তার পায়ে কোপ দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত শহিদুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার বিচার চেয়ে কালীগঞ্জ থানায় ৯ জনের নামসহ অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারনামীয় হামিদুল ইসলাম শিশু ও ছাইয়াকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেলিম মালিক বলেন, বাদির লিখিত এজাহার নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
কেকে/এজে