স্বৈরাচার সরকার আওয়ামী লীগের সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গণ-ইফতার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ বিষয়টির প্রতিবাদে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী অভিনব উদ্যোগ নিয়েছেন। তিনি একাই গণ-ইফতার কার্যক্রমে ১০০০ শিক্ষার্থীর ইফতারের আয়োজন করেছেন।
আয়োজনকারী ওই শিক্ষার্থীর নাম তানিম মুশফিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০ দিনব্যাপী আয়োজিত এই গণ-ইফতার কার্যক্রমে তিনি প্রায় ১০০০ শিক্ষার্থীর ইফতারের আয়োজন করেছেন। গত ২০ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে শেষ দিনের মতো গণ-ইফতারের মধ্য দিয়ে এই আয়োজন সমাপ্ত হয়।
এ বিষয়ে চবির এ শিক্ষার্থী বলেন, ‘পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে ক্যাম্পাসে একসাথে ইফতার করার ওপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এ নিষেধাজ্ঞা আমার কষ্ট বাড়িয়ে দেয়। সারাদিন রোজা রাখার পর একসঙ্গে ইফতার করা রোজার সৌন্দর্য। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রীই পরিবার থেকে দূরে থাকে, তাই বন্ধু-বান্ধব, জুনিয়র-সিনিয়র একসাথে হয়ে ইফতার করে। যেন পরিবারের অভাব খানিকটা লাঘব হয়, তার জন্যই এ বছর আমার এই গণ-ইফতার কর্মসূচি। ইচ্ছে ছিল সবার সঙ্গে ইফতারের মহিমা ভাগ-বাটোয়ারা করে নেওয়ার। সর্বশেষ তিনি উপস্থিত সব শিক্ষার্থী এবং এই আয়োজনে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।’
প্রতিদিনের এ গণ-ইফতার আয়োজনে খেজুর, ফলমূল, শরবত, ছোলা, মুড়ি, বেগুনি, পিঁয়াজু, বিভিন্ন ধরনের মিষ্টি ও বিরিয়ানির বিশেষ ব্যবস্থা করা হয়, যাতে করে শিক্ষার্থীরা রমজানের বরকতময় মুহূর্তে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন।
কেকে/ এমএস