সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গীতে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) বিকালে টঙ্গীর মন্ডল মার্কেট এলাকায় ৫৩ নম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে ৫৩ নম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে বশির উদ্দিন বলেন, তারেক রহমান বিএনপির কঠিন বার্তা ঢাকা বিভাগীয় টিমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমাদের বিএনপির কোনো নেতাকর্মী সন্ত্রাসী, দখলবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও যারা অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দল থেকে বহিষ্কার করা হবে। এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম বিএনপির সদস্য সচিব (সাবেক ভিপি) আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিল জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ মুহাম্মদ ইব্রাহীম, ৫১নম্বার ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাত্তার মিয়াসহ থানা এবং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইফতারে আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দেশের এই ক্রান্তিলগ্নে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
কেকে/ এমএস