জামালপুরে জুলাই-আগস্টে আহত ও নিহত ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জামালপুর জেলা প্রশাসন।
রোববার (২৩ মার্চ) কালেক্টরেট সম্মেলন কক্ষে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলমগীরসহ আরো অনেকে।
এসময় জামালপুর জেলার সাত উপজেলায় জুলাই ও আগস্টে আহত ও নিহত ব্যাক্তিদের ১২০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে পোলাও চাল, তেল, ডাল, চিনি, লবণ, আলু, পিয়াজ,মুড়ি ও মসলাসহ ঈদ উপহার বিতরণ করা হয়।
কেকে/ এমএস