বুধবার, ২৬ মার্চ ২০২৫,
১২ চৈত্র ১৪৩১
বাংলা English

বুধবার, ২৬ মার্চ ২০২৫
শিরোনাম: মাঠজুড়ে খেললেন হামজা, জয়ের আফসোস নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ      শতাধিক গাড়ির শোডাউন, সারজিসের ব্যাখ্যা চাইলেন ডা. তাসনিম জারা      শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন      ‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন আবেদন      মৃত্যুর দুয়ার থেকে ফিরে তামিমের ফেসবুক পোস্ট      ৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ      ওয়াসিম হত্যা: ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি      
গ্রামবাংলা
আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ারের কোটি টাকা আত্মসাৎ
সকেল হোসেন, আক্কেলপুর (জয়পুরহাট)
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:১৭ এএম  (ভিজিটর : ১২৮)
ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি

আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব করতে গিয়ে লক্ষ্য করেন এজেন্ট ব্যাংকের হিসাবের সাথে মাদ্রাসার লেনদেনের কোন মিল নেই। পরে জয়পুরহাট ইসলামী ব্যাংকের মুল শাখা থেকে হিসাব বিবরণী (স্টেমেন্ট) তুললে প্রতারণার বিষয়টি স্পষ্ট হন। 

পরে ওই মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) ফিরোজ আহম্মেদ আক্কেলপুর এজেন্ট ব্যাংকে এসে ব্যালেন্স চেক করলে দেখেন একাউন্টে ৪০ লাখ টাকা থাকার কথা থাকলেও সেখানে ২৯ হাজার টাকা রয়েছে। এজেন্ট ব্যাংক থেকে আগে যে হিসাব বিবরণী (স্টেমেন্ট) দেওয়া হয়েছিল তাও ভুয়া।

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর ক্যাশিয়ার মাসুদ রানা’র বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যাংক একাউন্ট থেকে এসব টাকা আত্মসাত করে জমি কিনেছেন বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন ক্যাশিয়ার মাসুদ রানা।

জানা গেছে, রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী মো. জাহিদুল ইসলাম গত ২০১৮ সালে উপজেলা পরিষদের সামনে মন্ডল মার্কেটের ২য় তলায় অফিস ভাড়া নিয়ে ইসলামী ব্যাংকের জয়পুরহাট শাখার অধীনে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। সেখানে মাসুদ রানাকে ক্যাশিয়ার পদে নিয়োগ করেন। 

তিনি গত ছয় মাস ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব থেকে কৌশলে কোটি টাকা আত্মসাত করে নিজ নামে জমি কিনেছেন। অভিযুক্ত মাসুদ রানা এজেন্ট ব্যাংক হিসাব থেকে নেটওয়ার্কের সমস্যা দেখিয়ে বার বার গ্রাহকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে তার ইচ্ছা মতো অংক বসিয়ে টাকা হাতিয়ে নেয়। ওই হিসাব গুলোতে কারিগরি ত্রুটি আছে জানিয়ে গ্রাহকের মোবাইল ফোনে ক্ষুদে বার্তাও পাঠাতেন না। গ্রাহকরা ক্ষুদে বার্তা না আসার কারণ জানতে চাইলে কারিগরি ত্রুটি আছে বলে জানায়। পরে সে গ্রাহককে ভুয়া হিসাব বিবরণী (স্টেটমেন্ট) বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তৈরি করে দিতেন।

আক্কেলপুর দারুল কোরআন মাদ্রসার সেক্রেটারী ও বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন বলেন, এই ব্যাংকে আমাদের মাদ্রসার ৩৯ লাখ টাকা ছিল। রোববার (২৩ মার্চ) বিকালে আমাদের মাদ্রাসার টাকা এজেন্ট ব্যাংক থেকে তুলতে আসলে দেখি একাউন্টে টাকা নেই। ক্যাশিয়ারের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। টাকা গুলো সে নিজের একাউন্টে ট্রান্সফার করে আত্মসাত করেছে বলে স্বীকার করে।আমার নিজ একাউন্ট থেকেও ৪ লাখ ৭০ হাজার টাকা তুলে নেয়।

হাইটেক পৌর কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আমার ব্যক্তিগত একাউন্টে ৫ লাখ টাকা ছিল। আজ টাকা তুলতে এসে জানতে পারি আমার একাউন্ট থেকেও টাকা সরিয়ে আত্মসাত করেছে।

অভিযুক্ত ক্যাশিয়ার মাসুদ রানা অভিযোগ স্বীকার করে বলেন, আমি গত ছয় মাস ধরে বিভিন্ন থেকে কৌশলে টাকা আমার নিজ একাউন্টে নিয়ে আমার বাড়িতে জমি কিনেছি। মনে করেছিলাম কাউকে না জানিয়ে ধীরে ধীরে টাকা গুলো পরিশোধ করে দেব।

রহমানিয়া ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী ও এজেন্ট ব্যাংকের মালিক মো. জাহিদুল ইসলাম বলেন, ব্যাংকের ক্যাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের অনেক টাকা আত্মসাৎ করেছে এমন খবর পেয়ে এসে দেখি গ্রাহকরা ভীর করছে। ব্যাংকের যা টাকা আত্মসাৎ করেছে তাকে সেগুলো গ্রাহককে ফেরত দিতে হবে। আমরা সেই ব্যবস্থা করবো।

ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যাবস্থাপক হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত করে অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

শহিদ আবু সাঈদের ভাস্কর্য চান না তার পরিবার
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে বান্দরবান সেনা জোনের মানবিক সহায়তা
নীলফামারীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল
পত্নীতলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
ধর্ষণের শিকার স্কুলশিক্ষার্থী, মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

সর্বাধিক পঠিত

সোহেল হত্যার হুকুম দাতা ভাইরাল রনি গ্রেফতার
মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি
ফুলবাড়ীতে অজ্ঞাত লাশের সন্ধান
গাজীপুরের পূবাইলে বিদেশি মদসহ গ্রেফতার ২
গুরুদাসপুর পৌর প্রশাসকের কাছে ক্ষমা চাইলেন কর্মকর্তা-কর্মচারীরা

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close