কিশোরগঞ্জ ইটনা উপজেলা সদর ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থান পরিষ্কার স্বেচ্ছায় কাজ করছেন একদল যুবক।
রোববার (২৩ মার্চ) বিকাল ৫টা থেকে কাজ করেন ইফতারের আগ পর্যন্ত। কবরস্থানে উন্নয়নের জন্য স্বেচ্ছায় কাজ করেছে তারা, উদ্দেশ্য হলো যে টাকাগুলো দিয়ে কবরস্থান পরিষ্কার করাতে খরচ হবে, সে টাকাগুলো দিয়ে যেন কবরস্থানের উন্নয়নমূলক কাজ করা যায়।
এ কাজ করে এলাকায় প্রশংসায় ভাসছেন যুবকরা। যেখানে রমজান মাসে ক্লান্ত শরীর নিয়ে ইফতারের অপেক্ষায় সেখানে কবরস্থানের পরিষ্কারের কাজ করে আনন্দিত তারা।
যুবকরা জানান, এমন একটি ভালো কাজ করতে পেরে নিজেদের মধ্যে আনন্দ বিরাজ করছে। আমরা চাই আমাদের মতো করে প্রত্যেক এলাকাতে যুবকরা মিলে এ কাজগুলো শুরু করুক।
কবরস্থানের পশ্চিম দিকে দেয়াল নিচু হওয়ায় কুকুর, ছাগল ও অন্যান প্রণী প্রবেশ করাতে কবরস্থানের পবিত্রতা নষ্ট হয়। তাই দেয়ালটি উঁচু করা বিশেষ প্রয়োজন।
কাইয়ুম, রাজন, শরিফ, জিসানসহ আরো অনেক যুবকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, সরকারিভাবে যদি কোনো অনুদান দেওয়া হয় তাহলে কবরস্থানের পশ্চিম দিকের দেয়াল টা উঁচুর কাজ করতে সহজ হবে।
কেকে/এআর