মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বান্দরবানে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এ সময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস,এম, মনজুরুল হক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা প্রিয়তোষ চৌধুরী, বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.সোহেল আজাদ, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনি ভিজিএফ খাদ্যশস্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এবং গরিব ও অসহায়দের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ খাদ্যশস্য হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
আয়োজকেরা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভিজিএফ খাদ্যশস্য হিসেবে এবারে বান্দরবান জেলার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শত ২১ জন কার্ডধারীর মধ্যে প্রতিজনকে ১০ কেজি করে সর্বমোট ৪৬.২১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
কেকে/এএস