রবিবার, ২০ এপ্রিল ২০২৫,
৭ বৈশাখ ১৪৩২
বাংলা English

রবিবার, ২০ এপ্রিল ২০২৫
শিরোনাম: গণতন্ত্রের কোনও বিকল্প নাই: মির্জা ফখরুল      উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস-প্রেস সচিবের বিরুদ্ধে অভিযোগ      প্রতীক্ষা শেষে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ      রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে      বাজে হারে অনিশ্চয়তায় টাইগ্রেসদের বিশ্বকাপ স্বপ্ন       আগামী নির্বাচন ইতিহাসের সর্বোত্তম নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা       ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      
প্রিয় ক্যাম্পাস
ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের কোটা বাতিলের দাবি প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:১৫ পিএম আপডেট: ২৪.০৩.২০২৫ ১:৫১ পিএম  (ভিজিটর : ১৩৩)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের জন্য ৯ম গ্রেডের টেকনিক্যাল চাকরিতে ৩৩ শতাংশ এবং ১০ম গ্রেডের টেকনিক্যাল চাকরিতে ১০০ শতাংশ কোটা সুবিধা দেওয়া হয়। চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে।

শনিবার (২২ মার্চ) রাতে চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে।

এছাড়াও, ডিপ্লোমা গ্রাজুয়েটদের নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারের নিষেধাজ্ঞা আরোপ করে আইন প্রণয়নের দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, কোটাকে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা উল্লেখ্য করে বিবৃতি প্রদান করেছে।

বিবৃতিতে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের শিক্ষার্থীরা বলেন, আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা ও বিশেষ সুবিধার দাবির বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিক্রিয়া ও দাবি জানাচ্ছি। এই বিষয়টি আমাদের সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি দাবি নয়, বরং মেধার সঠিক মূল্যায়ন, ন্যায্য প্রতিযোগিতা এবং দেশের প্রকৌশল খাতে সমতার সংগ্রামের প্রশ্ন।

বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই সময় শিক্ষার্থীরা রাজপথে নেমে মেধার ভিত্তিতে সমান সুযোগের দাবি তুলেছিল। এই আন্দোলন কোটা ব্যবস্থার বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রতিফলন হয়ে উঠেছিল, যার ফলে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে এবং একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে যায়। কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে উত্থাপিত কোটা ও বিশেষ পদোন্নতির দাবি এই আদর্শের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা, এই দাবিকে অযৌক্তিক, বৈষম্যমূলক এবং মেধার প্রতি অবিচার হিসেবে দেখছি।

শিক্ষার্থীরা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি কারিগরি শিক্ষা, যা টেকনিশিয়ান হিসেবে দক্ষতা অর্জনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি প্রকৌশলী হওয়ার পূর্ণাঙ্গ যোগ্যতা দেয় না। ডিপ্লোমা হোল্ডাররা টেকনিশিয়ান হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষিত এবং তাদের পেশাগত ভূমিকা ও মর্যাদা বিএসসি ইঞ্জিনিয়ারদের সমান নয়। তবুও তারা সরকারি-বেসরকারি চাকরিতে প্রকৌশলী পদে নিয়োগ, পদোন্নতি এবং নামের আগে 'ইঞ্জিনিয়ার' শব্দটি ব্যবহারের দাবি করে আসছে। এটি মেধার সঠিক মূল্যায়নের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং প্রকৌশল পেশার গৌরবকে ক্ষুণ্ন করে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই- 'নো বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, নো ইঞ্জিনিয়ার'।

বিবৃতিতে তারা বলেন, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ছিল মেধার ভিত্তিতে সমতা ও ন্যায় বিচার নিশ্চিত করে বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা। সেই আন্দোলনে শত শত শিক্ষার্থী তাদের জীবন দিয়েছেন, যাতে কোটা ব্যবস্থার মতো বৈষম্যমূলক প্রথা বিলুপ্ত হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই দাবি সেই শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই আমরা দেশের সকল বিএসসি ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থীদের আহ্বান করে দাবি করছি যে, ৯ম গ্রেডের 'সহকারী প্রকৌশলী' পদে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেওয়া হোক এবং এই পদে ডিপ্লোমা হোল্ডারদের জন্য ৩৩% 'পদোন্নতি কোটা বাতিল করা হোক, ১০ম গ্রেডের 'উপ-সহকারী প্রকৌশলী পদে ১০০% ডিপ্লোমা কোটা বাতিল করে এটি বিএসসি ও ডিপ্লোমা—সবার জন্য উন্মুক্ত করা হোক। ডিপ্লোমা হোল্ডাররা ১০-২০ গ্রেডে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ পেতে পারেন এবং আইন করে নিশ্চিত করতে হবে যে, ডিপ্লোমা হোল্ডাররা নামের আগে 'ইঞ্জিনিয়ার' শব্দটি ব্যবহার করতে পারবে না।

সরকারের কাছে আরও আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করা হোক। এই বৈষম্যমূলক প্রথা দেশের প্রকৌশল খাতে মেধার প্রতিফলন ঘটতে দেয় না। আমরা চাই একটি ন্যায্য ও স্বচ্ছ ব্যবস্থা, যেখানে সবাই তাদের মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতা করতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। এটি কেবল প্রকৌশলীদের জন্য নয়, দেশের ভবিষ্যতের জন্যও অপরিহার্য।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’
সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুরের মধ্যে পুরুষ লেমুর উদ্ধার
মনোহরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক আটক ৩
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
ইমারত নির্মাণে ব্যত্যয় হলে সংযোগ বিচ্ছিন্ন

সর্বাধিক পঠিত

ভাতিজার সাথে পরকীয়ায় লিপ্ত চাচী, হাতেনাতে ধরলো স্বামী
টঙ্গীতে দুই শিশু হত্যায় গ্রেফতার মা
মদনে ১২ বছরের মেয়ে ২ মাসের অন্ত:সত্ত্বা
সালথায় যুবকের লাশ উদ্ধার
‘অবশেষে নীলফামারীতে হবে চীন সরকারের হাসপাতাল’

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close