ঢাকার ধামরাই উপজেলায়, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের তালিকাভুক্ত ১৭২৪ জন পাট উৎপাদনকারী চাষিদের মধ্যে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
১ বিঘা পাট আবাদি জমির জন্য ১ জন পাট উৎপাদনকারী চাষিকে বিনামূল্যে ১ কেজি পাটবীজ ও ১২ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।
ধামরাই উপজেলা, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সার ও পাটবীজ বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক।
এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা কৃষি অফিসার জনাব মো. আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আজিম উল ইসলাম।
কেকে/এএস