প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ২:৫০ পিএম (ভিজিটর : ৫৪)
ছবি : সংগৃহীত
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই দিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেছে।
সোমবার (২৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পরে গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এতে বলা হয়, আগামী ২৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতা ও দেশবরেণ্য ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
" style=
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২৬ মার্চ ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা এবং সকাল সাড়ে ৮টার মধ্যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র নেতা ও সমর্থকরা। সেখান থেকে ফিরে তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া ওইদিনই সমাধি প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে।
সারাদেশের কর্মসূচির কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা, মহানগর, উপজেলা, পৌরসহ সব ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে।
এতে আরো বলা হয়, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।
সবশেষে বলা হয়, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হলো।